Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিকনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময় সীমা

সেবা দানকারী কর্তৃপক্ষ

 

পল্লী সমাজসেবা কার্যক্রম

দরিদ্র জনগণকে সঙগঠিত করে উন্নয়নের মূল স্রোতদারায় আনয়ন ;

সচেতনতা বৃদ্ধি,উদ্বুদ্ধকরণ এবঙ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রি শক্ষণ প্রদান ;

৫০০০ থৈক ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান

*আর্থ সামাজিক জরীপের মাধ্যমে কার্যালয়ের তালিকাভূক্ত কর্মদলের স্থায়ী সদস্য/সদস্যা

* দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষক আয় সর্বচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর;-

#১ম বার ঋণ গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে:

#২য়/৩য় পর্যায়ের ঋণ গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।

উপজলা সমাজসেবা কর্মকতা ।

এসিড ডগ্ধ মহিলা ও মারিরীক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

# ৫০০০/ টাকা থেকে ২০,০০০/ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান ।

#কার্যালয়ের জরীপভূক্ত এসিডদ্গ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাষিক অয় ২০,০০০/ টাকার নীচে ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ।

বয়স্ক ভাতা কার্যক্রম

# সরকার কর্তক নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান ।

#৬৫ বছর বা তদুর্দ্ধ বয়সী হত দরিদ্র পুরূষ/মহিলা যার বার্ষিক গড় আয় ত০০০/ টাকা ।

#শারিরীকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরূষ/মহিলাদের সর্ব্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় ।

# ভূমিহীন বয়স্ক ব্যক্তি ।

#বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহণ ।

#প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের শেষ তারিখ ৩১ জুলাই ।

 উপজেলা সমাজসেবা কর্মকর্তা ।

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

#সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান ।

# ৬ বছরের উর্ধে সকল প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কর্তৃক নির্ধরিত অন্য ভাতা পাননা, যিনি চাকুরীজীবি বা পেনসনভোগী নন।

#বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতূন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণ ।

#প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের শেষ তারিখ পরবর্তী অর্থবছরের ৩১ ডিসেম্বর ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ।

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা

#সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান ।

# বিধবা,স্বামী পরিত্যক্তা,তালাক প্রাপ্ত দুস্থ ও গরীব মহিলা

#বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণ ।

#প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের সর্বশেষ তারিখ ৩১ জুলাই ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ।

মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা

# সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান ।

#জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় যেসকল মুক্তিযোদ্ধার নামঅন্তর্ভূক্ত/সসস্ত্র বাহিনী বিভাগ,বর্ডার গার্ড প্রণীত তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত/মুক্তিয়োদ্ধা বিষয়ক মণ্ত্রনালয়ের মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত ।

#বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নিবাচনসহ ভাতা বিতরণ ।

উপজেলা সমাজসেবা অফিসার

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপর্বত্তি কার্যক্রম ।

প্রতিবন্ধী শিক্ষাথীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপে উপবৃত্তি প্রদান করা হয়-

# প্রাথমিক স্তর (১ম-৫মশ্রেণী ) জনপ্রতি মাসিক ৩০০/ টাকা হারে

#মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৪৫০/ টাকা হারে

#উচ্চ মাধ্যমিক স্তর(একাদশ-দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক ৬০০/হারে ।

#উচ্চতর (স্মাতক-স্মাতকোত্তর) জনপ্রতি মাসিক ১০০০/ টাকা হারে ।

#সরকার কতৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যযনরত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০/ টাকা ।

#বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ৩মাসের মধ্যে নতুন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিভোগী নির্বাচন এবং উপবৃত্তি বিতরণ ।

উপজেলা সমাজসেবা অফিসার

০৮

স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা সমুহকে নিবন্ধন ও সহায়তা

 

 

 

 

 

স্বেচ্ছাসেবী  সমাজ কল্যাণ সংস্থা সমূহ  নিবন্ধন তত্বাবধান

#১৯৬১ সালের স্বেচ্ছসেবী সমাজ কল্যাণ সঙস্থা সমূহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্নিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন।

#নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম  তদারকি ও কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান  

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মুলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান,ক্লাব ,সংস্থা,সমিতি ইত্যাদি।

#নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রাপ্তির২৭ কর্ম দিবস ।

# কাযর্করী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজ পত্র সহ   আবেদনপত্র প্রাপ্তির১০ কর্মদিবস।

# কার্য এলাকা সম্প্রসারন প্রয়োজনীয় কাগজ পত্র সহ   আবেদন পত্র প্রাপ্তির৩০ কর্মদিবস।

 

 

# অভিযোগ নিষ্পত্তি অভিযোগ প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস

 

 

#নামের ছাড়প্ত্র,নিবন্ধন,কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিকভাবে সংশ্লিষ্ট  সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজ সেবা কার্যালয়।

#একাধিক জেলায়  কার্য এলাকা  সম্প্রসারণের জন্য সমাজসেবা অধিদফতরের সদর কার্যালয়

#অভিযোগ নিষ্পত্তির জন্য জেলা সমাজসেবা কার্যালয় ও সদর  কার্যালয়

০৯

বে-সরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট  প্রদান

# ১৮ বছর পর্যন্ত  এতিম শিশুদের  প্রতিপালন।

# ক্যাপিটেশন গ্রান্ট বিল অনুমোদন এবং চেক প্রদান।

বে-সরকারী এতিমখানায় ০৫-০৯ বছর বয়সী পিতৃহীন মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু

বে-সরকারী এতিমখানা কর্তৃক  ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ৭ মাস পর

# উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়

# উপজেলা সমাজসেবা কার্যালয়

১০

সমাজ কল্যাণ পরিষেদর মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সমূহে  অনুদান প্রদানে সহায়তা

# শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১লক্ষ টাকা অনুদান।

# নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী  সংগঠন সমূহের জন্য ৫ হাজার থেকে  ২০ হাজার  টাকা পটর্যন্ত সাধারণ অনুদান এবঙ আয় বর্ধক কর্মসূচীর জন্য  সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান ।

# শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের অধীনে কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রশিক্ষনার্থীবৃন্দ ।

# স্বেচ্ছাসেবী সংগঠন

ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সমাজ কল্যাণ পরিষদ আবেদন বাছাই করে  জাতীয় সমাজ কল্যাণ পরিষেদ সুপারিশ প্রেরন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়।