ক্রমিকনং | কার্যক্রম | সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির সময় সীমা | সেবা দানকারী কর্তৃপক্ষ |
| পল্লী সমাজসেবা কার্যক্রম | দরিদ্র জনগণকে সঙগঠিত করে উন্নয়নের মূল স্রোতদারায় আনয়ন ; সচেতনতা বৃদ্ধি,উদ্বুদ্ধকরণ এবঙ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রি শক্ষণ প্রদান ; ৫০০০ থৈক ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান | *আর্থ সামাজিক জরীপের মাধ্যমে কার্যালয়ের তালিকাভূক্ত কর্মদলের স্থায়ী সদস্য/সদস্যা * দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষক আয় সর্বচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত । | নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর;- #১ম বার ঋণ গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে: #২য়/৩য় পর্যায়ের ঋণ গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে । | উপজলা সমাজসেবা কর্মকতা । |
২ | এসিড ডগ্ধ মহিলা ও মারিরীক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম | # ৫০০০/ টাকা থেকে ২০,০০০/ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান । | #কার্যালয়ের জরীপভূক্ত এসিডদ্গ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাষিক অয় ২০,০০০/ টাকার নীচে । | এ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা । |
৩ | বয়স্ক ভাতা কার্যক্রম | # সরকার কর্তক নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান । | #৬৫ বছর বা তদুর্দ্ধ বয়সী হত দরিদ্র পুরূষ/মহিলা যার বার্ষিক গড় আয় ত০০০/ টাকা । #শারিরীকভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরূষ/মহিলাদের সর্ব্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় । # ভূমিহীন বয়স্ক ব্যক্তি । | #বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহণ । #প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের শেষ তারিখ ৩১ জুলাই । | উপজেলা সমাজসেবা কর্মকর্তা । |
৪ | অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা | #সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । | # ৬ বছরের উর্ধে সকল প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কর্তৃক নির্ধরিত অন্য ভাতা পাননা, যিনি চাকুরীজীবি বা পেনসনভোগী নন। | #বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতূন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণ । #প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের শেষ তারিখ পরবর্তী অর্থবছরের ৩১ ডিসেম্বর । | উপজেলা সমাজ সেবা কর্মকর্তা । |
৫ | বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা | #সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । | # বিধবা,স্বামী পরিত্যক্তা,তালাক প্রাপ্ত দুস্থ ও গরীব মহিলা | #বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণ । #প্রতি অর্থবছরের জন্য ভাতা উত্তোলনের সর্বশেষ তারিখ ৩১ জুলাই । | উপজেলা সমাজসেবা কর্মকর্তা । |
৬ | মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা | # সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । | #জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় যেসকল মুক্তিযোদ্ধার নামঅন্তর্ভূক্ত/সসস্ত্র বাহিনী বিভাগ,বর্ডার গার্ড প্রণীত তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত/মুক্তিয়োদ্ধা বিষয়ক মণ্ত্রনালয়ের মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত । | #বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নিবাচনসহ ভাতা বিতরণ । | উপজেলা সমাজসেবা অফিসার |
৭ | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপর্বত্তি কার্যক্রম । | প্রতিবন্ধী শিক্ষাথীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপে উপবৃত্তি প্রদান করা হয়- # প্রাথমিক স্তর (১ম-৫মশ্রেণী ) জনপ্রতি মাসিক ৩০০/ টাকা হারে #মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৪৫০/ টাকা হারে #উচ্চ মাধ্যমিক স্তর(একাদশ-দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক ৬০০/হারে । #উচ্চতর (স্মাতক-স্মাতকোত্তর) জনপ্রতি মাসিক ১০০০/ টাকা হারে । | #সরকার কতৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যযনরত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০/ টাকা । | #বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ৩মাসের মধ্যে নতুন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিভোগী নির্বাচন এবং উপবৃত্তি বিতরণ । | উপজেলা সমাজসেবা অফিসার |
০৮ | স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা সমুহকে নিবন্ধন ও সহায়তা |
|
|
|
|
| স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন তত্বাবধান | #১৯৬১ সালের স্বেচ্ছসেবী সমাজ কল্যাণ সঙস্থা সমূহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্নিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন। #নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি ও কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান | স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মুলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান,ক্লাব ,সংস্থা,সমিতি ইত্যাদি। | #নিবন্ধন প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রাপ্তির২৭ কর্ম দিবস । # কাযর্করী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদনপত্র প্রাপ্তির১০ কর্মদিবস। # কার্য এলাকা সম্প্রসারন প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন পত্র প্রাপ্তির৩০ কর্মদিবস।
# অভিযোগ নিষ্পত্তি অভিযোগ প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস
| #নামের ছাড়প্ত্র,নিবন্ধন,কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজ সেবা কার্যালয়। #একাধিক জেলায় কার্য এলাকা সম্প্রসারণের জন্য সমাজসেবা অধিদফতরের সদর কার্যালয় #অভিযোগ নিষ্পত্তির জন্য জেলা সমাজসেবা কার্যালয় ও সদর কার্যালয় |
০৯ | বে-সরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | # ১৮ বছর পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। # ক্যাপিটেশন গ্রান্ট বিল অনুমোদন এবং চেক প্রদান। | বে-সরকারী এতিমখানায় ০৫-০৯ বছর বয়সী পিতৃহীন মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু | বে-সরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ৭ মাস পর | # উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয় # উপজেলা সমাজসেবা কার্যালয় |
১০ | সমাজ কল্যাণ পরিষেদর মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদানে সহায়তা | # শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১লক্ষ টাকা অনুদান। # নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পটর্যন্ত সাধারণ অনুদান এবঙ আয় বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান । | # শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের অধীনে কম্পিউটার প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রশিক্ষনার্থীবৃন্দ । # স্বেচ্ছাসেবী সংগঠন | ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সমাজ কল্যাণ পরিষদ আবেদন বাছাই করে জাতীয় সমাজ কল্যাণ পরিষেদ সুপারিশ প্রেরন। | উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS